20 June 2025 / 09:05 PM @trendsbd24.com
সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের কাইন্দারকুল ঠান্ডামিয়া সড়কে সাকোতল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত শিবুউ মারমা ইউনিয়নের এক নম্বর চিড়িং বড়খোলা গ্রামের বাসিন্দা। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাংশু সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবুউ মারমা শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন এর অর্থ হল: আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে নিয়েছেন।