বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা: বেরোবির শিক্ষক মাহমুদুল হক গ্রেপ্তার

প্রকাশিত: ২১-০৬-২০২৫, ০৩:০৫
rongpur

21 June 2025 / 02:55 PM  @trendsbd24.com

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৩টায় রংপুর মহানগরীর ধাপ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতে নেয়া হলে বিচারক মো. সোয়েবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট তৎকালীন পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রংপুর নগরীর ১২নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার মুদি দোকানি ছমেস উদ্দিনকে তার দোকানে এসে হুমকি দেয়। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছমেস উদ্দিনকে অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ ও আসামিরা তাকে রেখে পালিয়ে যায়। 

পরিবারের সদস্যরা ছমেস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে হাজীরহাট থানায় মামলা করেন। এতে শিক্ষক মাহমুদুল হককে ৫৪ নম্বর আসামি করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহ জানান, গত বছরের ২ আগস্টে একটি হত্যা মামলার আসামি মাহমুদুল হক। গোপন সংবাদের ভিত্তিতে ধাপ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Do you like this news?

Yes No

বিজ্ঞপ্তি

আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন এর অর্থ হল: আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে নিয়েছেন।