রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১-০৬-২০২৫, ০২:৪৬
rajsahi

21 June 2025 / 02:40 PM  @trendsbd24.com

রাজশাহীতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২০ জুন) দিবাগত মধ্যরাতে পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাবনার র‌্যাব-১২ এর সিপিসি-২ ও র‌্যাব-৫ এর রাজশাহীর যৌথ দল।গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ মিয়া (৩০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে তার বাড়ি। শনিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে রাশেদ ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে পরদিন থানায় একটি মামলা হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত রাশেদ। তাকে গ্রেপ্তার করে শনিবার সকালে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Do you like this news?

Yes No

বিজ্ঞপ্তি

আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন এর অর্থ হল: আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে নিয়েছেন।