এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে।একই পরিবারের ১০ জন নিহত

প্রকাশিত: ০৬-০৮-২০২৫, ০২:৩৯
Accident

ম-র্মা-ন্তি-ক দূ-র্ঘ-ট-না।

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হা-রি-য়ে পানিতে পড়ে যায়।

গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা ম-র-দে-হ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃ*ত ব-লে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন। ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন 💔

Do you like this news?

Yes No

বিজ্ঞপ্তি

আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন এর অর্থ হল: আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে নিয়েছেন।