জুটির ব্যর্থতা মনে করিয়ে সিমন্স বললেন, ‘কঠিন দিন ছিল’

প্রকাশিত: ২৬-০৬-২০২৫, ০৯:৩৪
sports

পুরো ইনিংসে একটি হাফ সেঞ্চুরিও নেই। বড় কোনো জুটিও গড়া যায়নি। গল টেস্টে ভালো ব্যাটিং করে এসে কলম্বোতে প্রথম ইনিংসে খেই হারিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সবচেয়ে বড় ৬৭ রানের জুটিটি ছিল পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের। সাদমান ইসলামের ৪৬ রানই হয়ে থেকেছে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ।

অথচ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাছে অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটিতে লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা যোগ করেন ৮৮ রান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১৯৪ রান আসে নিশাঙ্কার সঙ্গে চান্ডিমালের জুটিতে। ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কার চেয়ে এখনই ৪৩ রানে পিছিয়ে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেদের এই পিছিয়ে পড়ার পেছনে ব্যাটিংয়ে জুটি গড়তে না পারাকে দায় দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স, ‘আমরা গতকাল বড় জুটি গড়তে পারিনি। এ জন্য আজকে আমাদের দুই-তিন উইকেট (আসলে দুটি) হাতে নিয়ে নামতে হয়েছে। অন্তত দুই-তিনজনকে গতকাল চালিয়ে (ব্যাটিং) যেতে হতো। আশা করি আমরা এটা মনে রাখব নিশাঙ্কা কত ভালো ব্যাট করেছে আর পরের ইনিংসে বড় রান করার লক্ষ্য নির্ধারণ করব।’

Do you like this news?

Yes No

বিজ্ঞপ্তি

আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন এর অর্থ হল: আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী মেনে নিয়েছেন।